• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আলোচিত জাহাঙ্গীর আলম হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ, আরটিভি নিউজ

  ১৭ মে ২০২২, ১৮:০৭

মানিকগঞ্জের ঘিওরে প্রাইভেটকারের চালক জাহাঙ্গীর আলম হত্যা মামলায় দুই জনকে মৃত্যুদণ্ড এবং ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মে) বিকেল তিনটার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য্য এই আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- ওমর হোসেন সাইফুল ও আরিফুজ্জামান সজীব। তারা দু’জনই পলাতক। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- আব্দুল্লাহ আল মামুন, ফরহাদ হোসেন, মোহাম্মদ আলী সীমান্ত ও আজিম খান। এদের প্রত্যেকের বাড়ি টাঙ্গাইলের নাগরপুরে।

নিহত জাহাঙ্গীর আলম ময়মনসিংহের হালুয়াঘাটের ঘোষেবের এলাকার মুকলেসুর রহমানের ছেলে। তিনি পেশায় প্রাইভেটকারচালক ছিলেন।

জানা গেছে, ২০১১ সালের ২৮ জানুয়ারি মানিকগঞ্জের ঘিওর উপজেলার কুসন্ডা এলাকায় জাহাঙ্গীর আলমকে শ্বাসরোধে হত্যা করে তার গাড়ি নিয়ে পালিয়ে যায় আসামিরা। এরপর ওই রাতে ঘিওর থানার এসআই লুৎফর রহমান বাদি হয়ে একটি হত্যা মামলা দয়ের করেন। মামলার পর ৬ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেয়েকে ধর্ষণে বাবার মৃত্যুদণ্ড
লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির ৫ নেতা কারাগারে
ফরিদপুরে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন
শিশু হত্যা মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড 
X
Fresh