• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নওগাঁয় ২২০ লিটার তেল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ মে ২০২২, ১৬:৩১

নওগাঁর বদলগাছীতে বোতলজাত সয়াবিন তেলের পূর্বের দাম মুছে ফেলে অতিরিক্ত দামে বিক্রি এবং মজুত করার অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নওগাঁ শাখা।

এ সময় ২২০ লিটার তেল উদ্ধার করে ভোক্তাদের মাঝে পূর্বের দামে বিক্রি করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ মে) বেলা ১২টায় উপজেলার ভান্ডারপুর বাজারে ভোক্তা অধিকারের নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হোসেনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

এ বিষয়ে শামীম হোসেন জানান, তারা জানতে পারেন বদলগাছী উপজেলার ভান্ডারপুর বাজারে ‘রবিউল স্টোর’ এ বোতলজাত (১ লিটার) সয়াবিন তেলের পূর্বের দাম ১৬০ মুছে ফেলে ১৯৮ টাকায় বিক্রি করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে আজ বেলা ১২টার দিকে ওই স্টোরে তারা অভিযান চালান। এ সময় অতিরিক্ত দাম ও ২২০ লিটার তেল মজুত রাখার অভিযোগে স্টোরের মালিক রবিউলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নওগাঁয় নদী, খাল-বিল দখল ও দূষণের প্রতিবাদে মানববন্ধন
নওগাঁয় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.২ ডিগ্রি 
পচা মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
সাপাহারে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়
X
Fresh