• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

রাজধানীতে আধিপত্য বিস্তার নিয়ে যুবক নিহত

আরটিভি নিউজ

  ১৫ মে ২০২২, ১০:৪৮
ছবি : প্রতীকী

রাজধানীতে আধিপত্য বিস্তার নিয়ে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৪ মে) রাত পৌনে ১০টার দিকে ভাটারা থানার নুরেরচালা মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

নিহত শান্তর বন্ধু শিপু জানান, শান্ত (২৪) রাতে বাসায় ফেরার পথে কয়েকজন এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শান্ত আগে টাইলসের কাজ করত। বর্তমানে সে তার বন্ধুর কাপড়ের দোকানে কাজ করে। সাঈদনগরে বন্ধুর সঙ্গে একই বাসায় থাকে সে।

শিপু বলেন, দুই দিন আগে ইমন নামের এক যুবকের সঙ্গে তার বন্ধুদের ঝগড়া হয়। তখন শান্তর বন্ধুরা ইমনকে চড় দেয়। ধারণা করা হচ্ছে, ওই ঘটনায় শান্তকে ছুরিকাঘাত করতে পারে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, শান্তকে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার পিঠে কয়েকটি ধারাল ছুরির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বিষয়টি ভাটারা থানাকে অবহিত করা হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টেকনাফে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা নিহত
মিল্টনের আরও অনেক লোমহর্ষক ঘটনা আছে: ডিবিপ্রধান
রাজধানীর যেসব স্থানে বসবে কোরবানির পশুর হাট 
রাজধানীতে গ্রেপ্তার ২৭
X
Fresh