নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ
আপডেট : ১৪ মে ২০২২, ১৫:৫৭
নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ এখনও উদ্ধার হয়নি

নড়াইলে নবগঙ্গা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্র আশিকুর রহমান আলিপ (১৪) মরদেহ গত ২৪ ঘণ্টায় এখনও উদ্ধার হয়নি।
খুলনা থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নদীতে তল্লাশি চালিয়ে অভিযান পরিচালনা করেও শনিবার (১৪ মে) দুপুর পর্যন্ত মরদেহ উদ্ধার করতে পারেনি। নদীতে এখন ও স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তল্লাশি চালিয়ে অভিযান পরিচালনা করছেন।
গত শুক্রবার (১৩ মে) দুপুরে নড়াগাতি থানার বড়দিয়া ফেরিঘাটে এ নিখোঁজের ঘটনা ঘটে। আশিকুর রহমান নড়াগাতি থানার চোরখালী গ্রামের আলাউদ্দিন মোল্যার বড় ছেলে এবং বড়দিয়া বহুমুখী বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
নিখোঁজ স্কুলছাত্রকে খুঁজে না পাওয়া পর্যন্ত অনুসন্ধান অব্যাহত থাকবে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান।
মন্তব্য করুন