• ঢাকা শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

মজুত করা তেল আগের দামে বিক্রিতে বাধ্য হলেন ডিলার

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ মে ২০২২, ০৮:৩৯
মজুত করা তেল আগের দামে বিক্রিতে বাধ্য হলেন ডিলার
নোয়াখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

বোতলের গায়ে লেখা দামে সয়াবিন তেলের বিক্রি নিশ্চিত করতে নোয়াখালীতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গতকাল শুক্রবার (১৩ মে) দুপুরে জেলার চৌমুহনী বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং টিম এ অভিযান পরিচালনা করে। এ সময় বেগমগঞ্জ মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী জেলা শাখার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।

তিনি বলেন, চৌমুহনীর কালিতলা এবং ডিবি রোড এলাকায় ২ হাজার ৩৫০ লিটার বোতলজাত সয়াবিন তেল বেশি দামে বিক্রির আশায় মজুত করে রাখা হয়। এ কারণে বাজারে তেলের কৃত্রিম সংকট দেখা দেয়। আমরা অভিযান পরিচালনা করে ২৩৫০ লিটার সয়াবিন তেল উদ্ধার করি। পরে দাঁড়িয়ে থেকে তা ভোক্তাদের মাঝে ১৬০ টাকা লিটারে বিক্রি করার ব্যবস্থা করেছি।

মো. কাউছার মিয়া আরও বলেন, এ ঘটনায় দুটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার পাশাপাশি তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে। এ ছাড়া অভিযানকালে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, ভোজ্যতেলের কৃত্রিম সংকট তৈরি করে কেউ যেন স্বার্থ হাসিল করতে না পারে সেজন্য অভিযান পরিচালনা করা হচ্ছে। জেলা প্রশাসন এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নোয়াখালীতে পাওয়ার টিলারের চাপায় শিশুর মৃত্যু
২২ বছর পর স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্বামী গ্রেপ্তার 
তনির প্রতিষ্ঠানের দেওয়া তথ্যে আরেক প্রতিষ্ঠান বন্ধ
কাদের মির্জাকে হত্যার হুমকি, থানায় জিডি
X
Fresh