• ঢাকা মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

শনির আখড়ায় ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

আরটিভি নিউজ

  ১৩ মে ২০২২, ২৩:৩৬
শনির আখড়ায় ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
ফাইল ছবি

রাজধানীর শনির আখড়ায় একটি বাড়ির ছাদ থেকে নিচে পড়ে আল-আমিন হোসেন রাজু (২০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ মে) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মৃত রাজুর খালু আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র রাজু। কিছুটা শারীরিক প্রতিবন্ধকতা ছিল তার। সন্ধ্যার পর সে একাই ছয়তলা বাড়ির ছাদে যায়। কিছুক্ষণ পর সেখান থেকে নিচে পড়ে যায়। পরে আশপাশের লোকজন ভবনের নিচে রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) শংকর কুমার হীরা জানান, তাৎক্ষণিকভাবে জানতে পেরেছি ওই শিক্ষার্থী ভবনের ছাদ থেকে পড়ে মারা গেছেন। ঘটনার বিস্তারিত অনুসন্ধান করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ভোটের হার বেশি না হলে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’
রামপুরা সড়ক থেকে সরে গেছেন অটোরিকশাচালকরা
রাজধানীতে ছাদ থেকে পড়ে কিশোরীর মৃত্যু
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২২
X
Fresh