• ঢাকা রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

শিয়ালের কামড়ে আহত ১৫, স্কুল-কলেজে যাচ্ছে না শিক্ষার্থীরা

আরটিভি নিউজ

  ১৩ মে ২০২২, ১১:৩৬

ঢাকার ধামরাইয়ের বাড়িগাঁও এলাকায় দলবেঁধে লোকালয়ে এসে পথচারী ও গ্রামবাসীদের এলোপাতাড়ি কামড়িয়ে আহত করছে শিয়াল।

বৃহস্পতিবার (১২ মে) দুপুরে শিয়ালের কামড়ে শিশুসহ ১৫ জন গুরুতর আহত হয়েছেন। এ নিয়ে গত এক সপ্তাহে ৪০ জনের বেশি মানুষ আহত হলেন। তাই শিয়ালের ভয়ে কোমলমতি শিক্ষার্থীরা স্কুল-কলেজ, মক্তব ও মাদরাসায় যাওয়া ছেড়ে দিয়েছে।

এলাকাবাসী জানিয়েছেন, পরিত্যক্ত খামার, স্থানীয় কবরস্থান, পরিত্যক্ত ভিটা ঝোঁপঝাড় ও বংশী নদীর অববাহিকার কাশবন থেকে দলবেঁধে লোকালয়ে এসে হামলা করছে শিয়াল। এ জন্য মাঠে ময়দানে কাজ করা তো দূরের কথা ঘর থেকেই বের হওয়াও কঠিন হয়ে পড়ছে।

তারা আরও জানান, দলবেঁধে লাঠিসোটা নিয়ে পাহারা দিয়েও শিয়ালের আক্রমণ প্রতিহত করা সম্ভব হচ্ছে না। চলতি সপ্তাহে প্রায় অর্ধশত মানুষকে কামড়িয়ে আহত করেছে শিয়াল। বিষয়টি থানা পুলিশ ও জনপ্রতিনিধিদের অবহিত করলেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। ফলে কোমলমতি শিক্ষার্থীরা ভয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া ছেড়ে দিয়েছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পানি সংকটে নাজেহাল নোবিপ্রবির আবাসিক শিক্ষার্থীরা
কিরগিজস্তানে জনতার হামলা, সাহায্য চাইলেন বাংলাদেশি শিক্ষার্থীরা
শিক্ষার্থীরা ৫০ হাজার টাকা পর্যন্ত পাবেন চিকিৎসা অনুদান, আবেদন যেভাবে
মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল কলেজছাত্রের
X
Fresh