Mir cement
logo
  • ঢাকা শুক্রবার, ২০ মে ২০২২, ৬ জ্যৈষ্ঠ ১৪২৯

নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ২ জনের

নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ২ জনের
ছবি: প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই উপজেলার সীতাঘাট মন্দির সংলগ্ন কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে ২ জন নিহত হয়েছে। নিহতরা হলেন- লোকেস বৈদ্য (১৯) ও অপূর্ব সাহা (১৮)।

বুধবার (১১ মে) দুপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, চট্টগ্রাম হতে ৬ যুবক সকালে কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা মিশনঘাট এলাকায় আসে। সেখান থেকে তারা নৌকা ভাড়া করে চিৎমরম বৌদ্ধ বিহার ঘাটে যান। পরে নৌকাযোগে ঘটনাস্থলে এসে গোসল করতে নেমে হঠাৎ স্রোতের মুখে পড়েন। এ সময় তাদের মধ্যে ৪ জন সাঁতরে ওপরে উঠতে পারলেও ২ জন নদীর পানিতে তলিয়ে যায়।

কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর পরিদর্শক নুরুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে নৌ বাহিনীর ৮ সদস্যের একটি ডুবুরি দল নিখোঁজ লোকেস বৈদ্যের লাশ উদ্ধার করতে পারলেও অপূর্ব সাহাকে এখনও খুঁজে পায়নি।

লোকেস চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার শাকপুরা গ্রামের অপু বৈদ্যের ছেলে। আর অপূর্বের বাড়ি চট্টগ্রাম সদরঘাট এলাকায় বলে জানা গেছে।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, আপাতত উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আবারও উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS