নারায়ণগঞ্জ প্রতিনিধি
আরটিভি নিউজ
আপডেট : ১০ মে ২০২২, ১৯:০৮
নারায়ণগঞ্জে তৃতীয়বারের মতো অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের বন্দরে তৃতীয়বারের মতো অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১০ মে) দুপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় উপজেলার কুঁড়িপাড়া চৌরাস্তা ও বাগে জান্নাত জামে মসজিদ রোডে অভিযান চালানো হয়। এ সময় প্রায় চার কিলোমিটার এলাকার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি বিপুল পরিমাণ পাইপ জব্দ করা হয়।
তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক সুরুজ আলম জানান, এর আগেও দুই দফা কুঁড়িপাড়া চৌরাস্তা, বাগে জান্নাত জামে মসজিদ রোড, ইস্পাহানি বাজার ও চাপাতলা এলাকায় প্রায় আট হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। কিন্তু বিচ্ছিন্ন করার পরপরই আবারও তা সংযুক্ত করে ফেলে অবৈধ ব্যবহারকারীরা।
এ নিয়ে তৃতীয়বারের মতো এই সংযোগ বিচ্ছিন্ন করা হলো।
মন্তব্য করুন