• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

পাবনায় প্রেমের পর ভারতীয় নাগরিককে হত্যা, প্রেমিকার যাবজ্জীবন

পাবনা প্রতিনিধি

আরটিভি নিউজ

  ১০ মে ২০২২, ১৭:২২

পাবনার ঈশ্বরদী উপজেলায় প্রেমের সম্পর্কের পর আজব লাল যাদব (৫০) নামে এক ভারতীয় নাগরিককে বিষপান করিয়ে হত্যার অভিযোগে নাসিমা আক্তার নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ মে) বিকেল ৩টার দিকে পাবনার বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আহসান তারেক এ আদেশ দেন।

নাসিমা ঈশ্বরদীর কালিকাপুর গ্রামের সাইফুল্লাহর মেয়ে। রায়ের সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, ২০১৪ সালের ২৮ মে ঈশ্বরদীর ঢুলটি গ্রামের রশিদ অয়েল মিলের রিফাইনারি ইনচার্জ হিসেবে যোগ দেন যাদব। এরপর তাকে চাকরিচ্যুত করা হয়। এক পর্যায়ে তিনি ভারত চলে যান। কিছুদিন পর আবার ঈশ্বরদীতে ফিরে আসেন। যাদবের কর্মস্থলের পাশেই একটি হাসপাতালে চাকরি করতেন নাসিমা। পাশাপাশি চাকরি করায় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর ২০১৭ সালের ৬ মে ঈশ্বরদীর কালিকাপুর গ্রামের সাইফুল্লাহর বাড়িতে বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ হন যাদব। তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে যাদবকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কিচিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় থানায় ওই বাড়ির মালিক নাসিমাকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাকি না দেওয়ায় দোকানিকে কুপিয়ে হত্যা
গাজীপুরে স্কুলছাত্রকে হত্যার দায়ে ৭ জনের যাবজ্জীবন
মিতু হত্যা মামলায় বাবুল আক্তারকে জামিন দেননি আদালত
সোহেল চৌধুরী হত্যা মামলার রায়ের তারিখ ঘোষণা
X
Fresh