• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

ঢাকা-চট্টগ্রামস রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

স্টাফ রিপোর্টার, কুমিল্লা

  ০৯ মে ২০২২, ১২:৩৬
ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

দশ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রামসহ তিন রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার (৯ মে) দুপুরে উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে একই দিন ভোর ৪টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর রেলস্টেশন এলাকায় মালবাহী ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়।

জানা গেছে, আজ সোমবার সকালে ট্রেন দুর্ঘটনার কারণে নোয়াখালী থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস লাকসাম রেলওয়ে জংশনে, কুমিল্লা স্টেশনে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস এবং শশিদল স্টেশনে তূর্ণা নিশীথা এক্সপ্রেস আটকা পড়ে ছিল।

কুমিল্লার রেলওয়ে পথ কর্মকর্তা মো. লেয়াকত আলী জানান, আজ সোমবার সকাল সাড়ে ৯টায় লাকসাম ও আখাউড়া রেলওয়ে জংশন থেকে দুটি উদ্ধাকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে টানা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে লাইনচ্যুত বগি উদ্ধার করা হয়েছে। এতে দুপুরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্টপেজ দাবিতে ফরিদপুর স্টেশনে ট্রেনের গতিরোধ
দুই ট্রেন একই লাইনে, অল্পের জন্য রক্ষা 
সাড়ে ৩১ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
রাজবাড়ী-ভাঙ্গা-ঢাকা রুটে দুই কমিউটার ট্রেন উদ্বোধন
X
Fresh