• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

টিকটক করতে বাধা দেওয়ায় কিশোরীর আত্মহত্যা 

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ মে ২০২২, ২১:২৪
টিকটক করতে বাধা দেওয়ায় কিশোরীর আত্মহত্যা 
ফাইল ছবি

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার মুলখানা গ্রামে ছেলেদের সঙ্গে টিকটক বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছাড়া নিয়ে মায়ের সঙ্গে অভিমান করে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে এক কিশোরী।

রোববার (৮ মে) দুপুরে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত সাহা এ তথ্য নিশ্চিত করেছন।

নিহত ব্যক্তি নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার মুলখানা গ্রামের নিজাম মল্লিকের মেয়ে সুমি আক্তার (১৯)।

জানা গছে, শনিবার (৭ মে) সকালে ছেলেদের সঙ্গে টিকটক ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেওয়া নিয়ে মা আমেনা বেগমের সঙ্গে কথা কাটাকাটি হয় সুমির। পরে মা আমেনা ঘুমিয়ে পড়লে ঘরে থাকা ফসলে দেওয়া কীটনাশক নিয়ে পাশের বাড়ি রাশিদা বেগমের টিনের ঘরে গিয়ে কীটনাশক পান করে। পরে স্থানীয়রা ঘটনা জানতে পেরে তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ সময় অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল হাসপাতালে পাঠানো হলে পথে সুমির মৃত্যু হয়।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত সাহা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় অপমৃত্যুর অভিযোগে মামলা করেছেন তার মা।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুঠোফোন ব্যবহার নিয়ে শাসন করায় কিশোরীর আত্মহত্যা
X
Fresh