• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কালোবাজারির কাছ থেকে টিকিট কেনায় ৩ ট্রেন যাত্রীকে জরিমানা

আরটিভি নিউজ

  ০৮ মে ২০২২, ১৪:১৪
কালোবাজারির কাছ থেকে টিকিট কেনায় তিন যাত্রীকে জরিমানা
ফাইল ছবি

কালোবাজারির কাছ থেকে টিকিট কেনায় ৩ যাত্রীকে জরিমানা করল বাংলাদেশ রেলওয়ে।

শুক্রবার (৬ মে) সিল্কসিটি এক্সপ্রেসের ৩ যাত্রী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানায়, তারা কালোবাজারির কাছ থেকে বেশি দামে টিকিট কিনে ভ্রমণ করছেন।

পশ্চিমাঞ্চল জোনের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার ওই ট্রেনে ‘টিকিট যার ভ্রমণ তার’ নামে একটি সচেতনতামূলক অভিযান পরিচালনা করছিলেন। বিষয়টি তার নজরে পড়লে তিন যাত্রীকে খুঁজে বের করে ৪০০ টাকা দিয়ে নতুন করে টিকিট কাটতে বাধ্য করেন।

ঘটনাটি রেলের পশ্চিমাঞ্চলের ফেসবুক পেজে শেয়ার করেন অসীম কুমার। বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়লে সামালোচনা শুরু হয়।

যাত্রীরা অভিযোগ করেন, ট্রেনের টিকিট কাউন্টার, অনলাইন কোথাও পাওয়া যায় না। সব টিকিট কালোবাজারির কাছে চলে যায়, বাধ্য হয়ে কালবাজারির কাছ থেকে টিকিট কিনতে হয়। কিন্তু এখন কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে যাত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে রেলওয়ে।

বিষয়টি অসীম কুমার তালুকদারের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, কালোবাজারির কাছ থেকে টিকিট কেনা অপরাধ। এ জন্য তাদের জরিমানা করা হয়েছে। কালোবাজারিদের ধরতেও চেষ্টা চলছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তি, শিক্ষক কারাগারে
ফেসবুকে পোস্ট দিয়ে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
তীব্র গরমে ফেসবুকে ভাইরাল আবুল খায়েরের সেই বিজ্ঞাপন!
রাজধানীতে ফেসবুকে পোস্ট দিয়ে ট্রান্সজেন্ডার নারীর আত্মহত্যা
X
Fresh