• ঢাকা রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

সিরাজগঞ্জে মহাসড়কে যানবাহন ও যাত্রীর চাপ

সাজিরুল ইসলাম সঞ্চয়, সিরাজগঞ্জ

  ০৮ মে ২০২২, ১০:০২
সিরাজগঞ্জে, মহাসড়কে, যানবাহন, ও, যাত্রীর, চাপ,
ছবি: আরটিভি

পরিবারের সঙ্গে ঈদ কাটিয়ে রাজধানীতে ফিরছে মানুষ। ছুটির শেষ সময়ে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে সৃষ্টি হয়েছে ঢাকাগামী যানবাহন ও যাত্রীর চাপ।

উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যাত্রীদের মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।

রোববার (৮ মে) সকাল থেকে মহাসড়কে এ চিত্র দেখা যায়।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান বলেন, ঈদের ছুটি শেষ হওয়ায় মহাসড়কে ঢাকামুখী যানবাহনের চাপ বেড়েছে। উত্তর ও দক্ষিণবঙ্গের যাত্রীরা গণপরিবহন, ট্রাক, পিকআপ ও ব্যক্তিগত যানবাহনে কর্মস্থলে ফিরছে। মহাসড়কের হাটিকুমরুল ও কড্ডা এলাকায় বিভিন্ন যানবাহনে যাত্রী ওঠানোয় জটলা সৃষ্টি হচ্ছে। তবে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করছে অতিরিক্ত পুলিশ।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সৌদি পৌঁছেছেন ২৮ হাজারের বেশি হজযাত্রী
সৌদিতে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
লঘুচাপ সৃষ্টির আভাস, মঙ্গলবার পর্যন্ত যেমন থাকবে আবহাওয়া
ঘূর্ণিঝড় নিয়ে সবশেষ যে তথ্য জানা গেল
X
Fresh