• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সিরাজগঞ্জে মহাসড়কে যানবাহন ও যাত্রীর চাপ

সাজিরুল ইসলাম সঞ্চয়, সিরাজগঞ্জ

  ০৮ মে ২০২২, ১০:০২
সিরাজগঞ্জে, মহাসড়কে, যানবাহন, ও, যাত্রীর, চাপ,
ছবি: আরটিভি

পরিবারের সঙ্গে ঈদ কাটিয়ে রাজধানীতে ফিরছে মানুষ। ছুটির শেষ সময়ে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে সৃষ্টি হয়েছে ঢাকাগামী যানবাহন ও যাত্রীর চাপ।

উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যাত্রীদের মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।

রোববার (৮ মে) সকাল থেকে মহাসড়কে এ চিত্র দেখা যায়।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান বলেন, ঈদের ছুটি শেষ হওয়ায় মহাসড়কে ঢাকামুখী যানবাহনের চাপ বেড়েছে। উত্তর ও দক্ষিণবঙ্গের যাত্রীরা গণপরিবহন, ট্রাক, পিকআপ ও ব্যক্তিগত যানবাহনে কর্মস্থলে ফিরছে। মহাসড়কের হাটিকুমরুল ও কড্ডা এলাকায় বিভিন্ন যানবাহনে যাত্রী ওঠানোয় জটলা সৃষ্টি হচ্ছে। তবে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করছে অতিরিক্ত পুলিশ।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাভার্ডভ্যানচাপায় প্রাণ গেল ২ সবজি বিক্রেতার 
ডিএসসিসির ময়লার গাড়িচাপায় কিশোর নিহত
মেলায় জাদু খেলার নামে অশ্লীল নৃত্য, আটক ৫  
মোল্লাহাটে বালুবাহী ট্রলিচাপায় নিহত ২
X
Fresh