• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ধানকাটা নিয়ে ঝগড়া, স্ত্রীর সঙ্গে অভিমানে কৃষকের আত্মহত্যা

গোপালগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ মে ২০২২, ১৪:৪৯
ধান কাটা নিয়ে ঝগড়া, স্ত্রীর সঙ্গে অভিমানে কৃষকের আত্মহত্যা
ফাইল ছবি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়নে ধানকাটা নিয়ে ঝগড়ার পর স্ত্রীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক কৃষক।

শনিবার (৭ মে) দুপুরে কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আ. রাজ্জাক ও স্থানীয় ইউপি সদস্য ওলিউল্লাহ হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন। একই দিন সকালে ওই ইউনিয়নের গোয়ালংক গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কৃষক নজরুল ইসলাম গোয়ালংক গ্রামের মোজাম হাওলাদারের ছেলে নজরুল ইসলাম হাওলাদার (৪৫)।

ইউপি সদস্য ওলিউল্লাহ হাওলাদার জানান, ঘূর্ণিঝড় আসানির আশঙ্কায় এলাকার সকলেই দ্রুত ধান কেটে বাড়ি তুলছিল। আজ শনিবার সকালে নিজেদের জমির ধান কাটা নিয়ে স্ত্রীর সঙ্গে নজরুল ইসলামের ঝগড়া হয়। এতে অভিমান করে ঘরের দরজা লাগিয়ে আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আ. রাজ্জাক বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিকালে প্রতিবেশীর সঙ্গে ঝগড়া, পরের দিন মিলল গৃহবধূর মরদেহ
স্বামীর সঙ্গে মুড়ি খাওয়া নিয়ে ঝগড়া, গৃহবধূর আত্মহত্যা
ব্রাহ্মণবাড়িয়ায় ধান কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নিহত ১
ইতালিতে ঝগড়ার জেরে দেশে সংঘর্ষ, এক মৃত্যুসহ আহত ১২
X
Fresh