• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

টেকনাফে ফের অস্ত্রসহ সন্ত্রাসী আটক 

টেকনাফ (কক্সবাজার) : আরটিভি নিউজ

  ০৭ মে ২০২২, ০৮:৩৭
টেকনাফে ফের অস্ত্রসহ সন্ত্রাসী আটক 

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে আবারও অস্ত্রসহ মো. ফাহিম নামের এক সন্ত্রাসীকে আটক করেছে বলে দাবি করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শুক্রবার (৬ মে) ভোররাতে হ্নীলা ইউনিয়নের লেদা বাজার থেকে তাকে আটক করা হয়। তিনি স্থানীয় বাসিন্দা মোহাম্মদ হোসেনের ছেলে।
১৬ এপিবিএন অধিনায়ক এসপি তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএন পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে লেদা বাজার থেকে তাকে আটক করে।
এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও একটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ফাহিম অন্য স্থানীয় সন্ত্রাসী রুবেলের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। বর্তমানে জেলখানায় রয়েছে রুবেল।
এর আগে সালমান শাহ গ্রুপের প্রধানসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে আর্মড পুলিশ। তাদের কাছ থেকেও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

এসপি তারিক জানান, ফাহিমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ওসি তদন্ত আবদুল আলীম জানান, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এদিকে সচেতন মহল প্রতিদিন আগ্নেয়াস্ত্র উদ্ধারে উদ্বেগ জানিয়েছেন। তারা বলেন, এসব অস্ত্র ঢুকার রোড চিহ্নিত করে উদ্ধারের দাবি জানান তারা।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টেকনাফে ১০ কৃষক অপহরণ মামলার আসামি গ্রেপ্তার
জালে ধরা পড়ল ৪০০ কেজি ওজনের ‘তলোয়ার’ মাছ
মিয়ানমারের রাখাইনে সংঘাত, টেকনাফে এসে পড়লো গুলি
টেকনাফে সিএনজি থামিয়ে চিকিৎসকসহ ২ যাত্রীকে অপহরণ 
X
Fresh