• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

উদ্ধারকাজে পাশে থাকতে চান মোদি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ জুন ২০১৭, ১৭:৫৭

পাহাড়ধসে হতাহতের ঘটনায় উদ্ধার কাজে বাংলাদেশ সরকারকে সহাুয়তা করতে চান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মঙ্গলবার রাতে টুইটার বার্তায় এ ইচ্ছার কথা জানান তিনি।

মোদি বলেন, 'বাংলাদেশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে চাই। দরকারে স্থানীয়ভাবে খোঁজ ও উদ্ধারকাজ চালানোর জন্য সর্বদা প্রস্তুত আছি।’

মোদি লিখেছেন, ‘পাহাড় ধসে নিহতের ঘটনায় আমি শোকাহত। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।’

৫ জেলায় এখন পর্যন্ত ১৪৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ২ কর্মকর্তাসহ ৪ সেনা সদস্যও আছেন। এখনো চলছে উদ্ধারকাজ। সংযোগ সড়কগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে।

গেলো রোববার রাত থেকেই টানা বৃষ্টি হচ্ছে সারা দেশে। সোমবার এটি বাংলাদেশের উপকূল ও স্থলভাগ অতিক্রম করে। এর প্রভাবে বৃষ্টির পরিমাণ আরো বাড়ে। এ পরিস্থিতিতে সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়।

এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh