• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

চাকা ফেটে যাওয়ায় যাত্রীবাহী বিমানের জরুরি অবতরণ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ জুন ২০১৭, ২২:১৯

উড্ডয়নের পর চাকা ফেটে যাওয়ায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে রাজশাহীগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ফ্লাইট।

রোববার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে এবং এতে ফ্লাইট বা যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার শাকিল মেরাজ।

শাকিল মেরাজ বলেন, রোববার দুপুরে ঢাকা থেকে ড্যাশ-৮ মডেলের বিমানটি ৭২ জন যাত্রী নিয়ে রাজশাহীর উদ্দেশে উড্ডয়ন করে। পরে বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার থেকে পাইলটকে জানানো হয়, তার উড়োজাহাজের একটি চাকা ফেটে গেছে।

তিনি বলেন, যাত্রীদের সুরক্ষার কথা বিবেচনা করে পাইলট রাজশাহীতে না গিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই ফিরে এসে জরুরি অবতরণ করে। জরুরি অবতরণের ফলে ফ্লাইটের যাত্রীদের কোনো ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
কে/এপি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh