• ঢাকা শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

নির্বাচনি প্রচারণায় বাধা ও সুষ্ঠু ভোটের দাবিতে সংবাদ সম্মেলন 

কুমিল্লা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৮ জানুয়ারি ২০২২, ১৬:০১
নির্বাচনী প্রচারণায় বাধা ও সুষ্ঠু ভোটের দাবিতে সংবাদ সম্মেলন 
সংবাদ সম্মেলন 

কুমিল্লায় নির্বাচনি প্রচারণায় বাধা ও সুষ্ঠু ভোটের দাবিতে সংবাদ সম্মেলন করেছে এক চেয়ারম্যান প্রার্থী।

শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে মুরাদনগর উপজেলার ৮ নং চাপিতলা ইউনিয়নের চশমা প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. মনিরুল আলম (দিপু) নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেন।

এ সময় তিনি বলেন, আগামী ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপের তফসিল অনুযায়ী মুরাদনগর উপজেলার চাপিতলা ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে নৌকা প্রতীকের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবু মুসা আল কবির ও তার কর্মী-সমর্থকরা বিভিন্ন স্থানে হামলা করে।

কয়েকদিন ধরে একাধিকবার রাস্তাঘাটে আক্রমণ করে হত্যার হুমকিসহ নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য হুমকি-ধমকি প্রদান করে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে লিখিতভাবে জানানাে হয়েছে।

তিনি আরও বলেন, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আমি আইনগত কোনো সহায়তা পাচ্ছি না। যার ফলে আমি হতাশাগ্রস্ত হয়ে পড়েছি।

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বানের ব্যাপারে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করতে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

এমআই/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বরুড়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির
আলুর হিমাগারে মিলল ২১ লাখ ডিম
বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, প্রাণ গেল ৫ জনের
কুমিল্লায় পৃথক হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড
X
Fresh