পঞ্চগড় প্রতিনিধি
আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ২৩:১৮
ট্রাকচাপায় প্রাণ গেল ইজিবাইক যাত্রীর

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ট্রাকচাপায় মো. ফজলু (২৫) নামে এক ইজিবাইক যাত্রী নিহত হয়েছেন।
বুধবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৭টায় বাংলাবান্ধা মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহতের বাড়ি দেবনগড় ইউনিয়নের মাগুরমারি চৌরাস্তা এলাকায়। তিনি ওই এলাকার মৃত রফিকউদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাংলাবান্ধা হতে ইজিবাইকটি যাত্রী নিয়ে তেঁতুলিয়ার দিকে আসছিল। পথিমধ্যে রনচণ্ডী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় ইজিবাইকে থাকা যাত্রী ফজলু লাফ দিলে ট্রাকটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং দুই মোটরসাইকেল আরোহী গুরতর আহত হয়।
বিষয়টি নিশ্চিত করে তেঁতুলিয়া হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যায়।
আরএ/টিআই
মন্তব্য করুন