আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১৯:০৯
বাসচাপায় প্রাণ গেল অটোরিকশার ৫ যাত্রীর

বগুড়ার শেরপুর থানার মির্জাপুর ইউনিয়নের রানীরহাট মোড়ে বাসচাপায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন।
বুধবার (২৬ জানুয়ারি) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আমিনুল ইসলাম জানান, বুধবার বিকেল ৫টার দিকে রাণীর মোড় এলাকায় হানিফ পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির ৫ যাত্রী প্রাণ হারান।
আমিনুল আরও জানান, এ ঘটনায় সিএনজির আরও ৪ যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
এসএস
মন্তব্য করুন