• ঢাকা বুধবার, ২২ মে ২০২৪, ৮ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

চট্টগ্রামে ৬ মাসে সর্বোচ্চ করোনা শনাক্ত

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৬ জানুয়ারি ২০২২, ১০:৩৬
চট্টগ্রামে করোনায় মৃত্যু ২, বাড়ছে শনাক্ত 
ফাইল ছবি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৪৫৫ জন। শনাক্তের হার ৩৪.১৩ শতাংশ।

বুধবার (২৬ জানুয়ারি) সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এর আগে গতকাল মঙ্গলবার ১ হাজার ৩৪৮ জনের করোনা শনাক্ত হয়েছিল।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১৪টি ল্যাবে ৪ হাজার ২৬৫টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৪৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১ হাজার ৬০ জনই চট্টগ্রামের। বাকি ৩৯৫ জনের মধ্য লোহাগাড়ার ১৪, সাতকানিয়ার ২৩, বাঁশখালীর ২৯, আনোয়ারার ৫৮, চন্দনাইশের ৩, পটিয়ার ১৩, বোয়ালখালীর ২৫, কর্ণফুলীর ১, রাঙ্গুনিয়ার ৩৫, রাউজানের ৬৪, হাটহাজারীর ৮৮, ফটিকছড়ির ১৭, মিরসরাইয়ের ১৭, সীতাকুণ্ডের ৫ ও সন্দ্বীপ উপজেলার ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

উল্লেখ্য, চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ১৪ হাজার ৯১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৮৩ হাজার ৮৪০ জন, বাকিরা বিভিন্ন উপজেলার। করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৪৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৯ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬১৯ জনের।

জিএম/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সৌদিতে পৌঁছেছেন ৩৪ হাজার ৭৪১ হজযাত্রী, আরও ১ জনের মৃত্যু
ভারতীয় ঋণে হবে চট্টগ্রাম শহরের সড়কবাতির আধুনিকায়ন
সড়ক দুর্ঘটনায় আহত ইউপি সদস্যের মৃত্যু
পানিতে ডুবে এক পরিবারের দুই শিশুর মৃত্যু
X
Fresh