স্টাফ রিপোর্টার, রাজশাহী
আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ২৩:০৬
আরটিভির প্রতিনিধি শেখ তোফাজ্জল হোসেনের বাবা মারা গেছেন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরটিভির নাটোর প্রতিনিধি শেখ তোফাজ্জল হোসেনের বাবা আলহাজ্ব মো. শহিদুল্লাহ শেখ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাত ৯টা ৫ মিনিটে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ পুত্র ও ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মরহুমের জানাজার নামাজ আগামীকাল বুধবার বড়াইগ্রামে নিজ এলাকায় অনুষ্ঠিত হবে এবং পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি নাটোরের বড়াইগ্রাম থানার মোড়ে এক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।
জিএম
মন্তব্য করুন