• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

মানবাধিকার কর্মী পরিচয়ের আড়ালে ইয়াবা ব্যবসা

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ জানুয়ারি ২০২২, ১৫:২৬

চট্টগ্রামে মানবাধিকার কর্মী পরিচয়ের আড়ালে ইয়াবা ব্যবসা করতেন নাছিবুর রহমান।

রোববার (২৩ জানুয়ারি) রাতে ল্যাপটপ, পাওয়ার ব্যাংক ও অ্যাডাপ্টারের ভেতরে করে পাচারের সময় ১০ লাখ ৮৯ হাজার টাকার ইয়াবাসহ তাকে আটক করে র‌্যাব ৭।

ফরিদপুর জেলার সদর থানার গোয়াল চামুর এলাকার মৃত শফিউদ্দিনের ছেলে নাছিবুর রহমান।

সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) নুরুল আবছার বলেন, নাছিবুর রহমান মানবাধিকার কর্মী পরিচয়ের আড়ালে ইয়াবা ব্যবসা করতেন। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের বাকলিয়া থানাধীন এলাকায় পাকা রাস্তার ওপর একটি বিশেষ চেকপোস্টে তল্লাশি করে তাকে বাস থেকে আটক করা হয়। এ সময় ল্যাপটপ, ল্যাপটপের চার্জার ও পাওয়ার ব্যাংকের ভেতরে লুকানো অবস্থায় ৩ হাজার ৬৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার আনুমানিক মূল্য ১০ লাখ ৮৯ হাজার টাকা।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

এসএস/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নোয়াখালীতে ইয়াবাসহ গৃহবধূ গ্রেপ্তার 
আখাউড়ায় ১৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক 
শ্রীপুরে পিস্তল ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার 
গাঁজাগাছ-ইয়াবাসহ আটক ২
X
Fresh