• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

চলন্ত মাইক্রোবাসে আগুন

আশুলিয়া প্রতিনিধি : আরটিভি নিউজ

  ১৯ জানুয়ারি ২০২২, ২০:৫২
চলন্ত মাইক্রোবাসে আগুন

আশুলিয়ায় একটি চলন্ত মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ডিইপিজেড ফায়ার সার্ভিসের দমকলকর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোন হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

বুধবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল ত্রিমোড় এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিশান কোম্পানির এক্সটেল মডেলের (ঢাকা মেট্টো ঘ ১৭-১৯৫২) গাড়িটি বাইপাইল পৌঁছালে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় চালক ও যাত্রীরা নেমে এসে আগুন নেভানোর কাজে হাত দেয়। ততক্ষণে আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটি থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এমএন

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা
দিনাজপুরে দশ মাইলে পেট্রোল পাম্পে আগুন
রাজধানীতে পুলিশ ক্যাম্পে আগুন
প্রাইভেটকারে আগুন লেগে কৃষক লীগ নেতাসহ নিহত ২
X
Fresh