আরটিভি নিউজ
আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ১০:৫৩
গুলি করে পালাচ্ছিল সন্ত্রাসী, তাড়া করে আটক করলেন রেকসনা

শাওন নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালাচ্ছিল সন্ত্রাসী কালাচাঁন ওরফে সবুজ (৩৫)। কিন্তু তাকে জীবনের ঝুঁকি নিয়ে তাড়া করে আটক করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের নারী সার্জেন্ট রেকসনা।
রোববার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর সরকারি মহিলা কলেজের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটকের পর সবুজকে খালিশপুর থানায় হস্তান্তর করা হয়। তার কাছ থেকে বিদেশি রিভলবার, পিস্তল, ১১ রাউন্ড গুলি ও হাতবোমা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
সার্জেন্ট রেকসানার সাহসিকতার প্রশংসা করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা।
এ প্রসঙ্গে সার্জেট রেকসনা বলেন, আমার কর্তব্যবোধ থেকেই সন্ত্রাসীকে ধরেছি। কর্তব্যরত অবস্থায় নিজেকে নারী মনে হয় না, বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য ভেবে দায়িত্ব পালন করি।
এনএইচ/টিআই
মন্তব্য করুন