• ঢাকা মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
logo

কুবির নতুন উপাচার্য অধ্যাপক আবদুল মঈন

কুবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ জানুয়ারি ২০২২, ০৯:৩৬
কুবির নতুন উপাচার্য অধ্যাপক আবদুল মঈন
অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সপ্তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। তিনি আগামী ৩১ জানুয়ারি বা তৎপরবর্তী যোগদানের তারিখ থেকে চার বছর পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

গতকাল রোববার (১৬ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন থেকে জানা যায়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ১০(১) ধারা অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়েছে। ভাইস চ্যান্সেলর পদে অধ্যাপক মঈন তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতাদি পাবেন ও বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

প্রসঙ্গত, বর্তমান উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর মেয়াদ শেষ হবে ৩০ জানুয়ারি।

এমআই/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রাথমিকের দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল যেদিন
প্রাথমিকে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে তদন্ত চলছে: প্রতিমন্ত্রী
নিয়োগ দেবে বাংলাদেশ হোন্ডা, লাগবে স্নাতক পাস
‘তাপমাত্রা সহনীয় রাখতে নগর বনায়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে’
X
Fresh