• ঢাকা শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

নাটোর পৌরসভার মেয়র হলেন জলি

নাটোর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ জানুয়ারি ২০২২, ১৭:২২
নাটোর পৌরসভার মেয়র হলেন জলি
উমা চৌধুরী জলি

নাটোর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী উমা চৌধুরী জলি বিজয়ী হয়েছেন।

রোববার (১৬ জানুয়ারি) রাতে নাটোর পৌরসভা রিটার্নিং অফিসার মো. আসলাম আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন। প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণে মেয়র হলেন তিনি।

জানা গেছে, নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উমা চৌধুরী জলি ২০ হাজার ৬৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শেখ এমদাদুল হক আল মামুন পেয়েছেন ১৩ হাজার ৭৮২ ভোট।

এদিকে নির্বাচনে বিজয়ী সাধারণ কাউন্সিলররা হলেন, জাহিদুর রহমান জাহিদ, মলয় কুমার রায়, মো. ফরিদ আহম্মেদ, আকিব, আরিফুল ইসলাম মাসুম, নাফিউল ইসলাম অন্তর, শেখ রুবেল হোসেন, রানা হোসেন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে নার্গিস পারভীন, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে আয়েশা বেগম এবং ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে কোহিনূর বেগম পান্না।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গু রোগীর বাড়িসহ আশপাশে সচেতনতা বাড়ানোর তাগিদ
সিনিয়র সহকারী সচিব হলেন ২০১ কর্মকর্তা
জলাবদ্ধতা নিরসনে ‘কুইক রেসপন্স টিম’ গঠনের প্রস্তাব মেয়রের
৪ বছর পূর্তিতে উন্নয়ন চিত্র তুলে ধরলেন মেয়র আতিক
X
Fresh