• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ভোট দিতে পেরে খুশি ৮০ বছরের জোহরা

আরটিভি নিউজ

  ১৬ জানুয়ারি ২০২২, ১১:৩৪
ভোট দিতে পেরে খুশি আশি বছরের জোহরা
জোহরা খাতুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন চলছে। এখন পর্যন্ত সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। বাধাহীন ভোট দিতে পেরে খুশি ভোটাররা।

নগরীর শিশুবাগ বিদ্যালয়ের নারী কেন্দ্রে রোববার সকাল ১০টায় ভোট দিতে আসেন স্থানীয় জোহরা খাতুন। বয়স ৮০র বেশি। ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

জোহরা খাতুন বলেন, কোনো বাধা নেই, কোনো ঝামেলা নেই। পরিস্থিতি অত্যন্ত ভালো। ভোট দিতে কোনো সমস্যা হয়নি।

মোহাম্মদ জিয়া নামের আরেক ভোটার বলেন, এখানে সুষ্ঠুভাবেই ভোট হচ্ছে। সবাই লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন।

শিশুবাগ বিদ্যালয়ে রয়েছে দুটি কেন্দ্র। একটি পুরুষ আরেকটি নারীদের জন্য। পুরুষ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আবু খালেদ বলেন, এ কেন্দ্রের ভোটার সংখ্যা দুই হাজার ১৯ জন। সকাল সাড়ে ৯টা পর্যন্ত আট শতাংশ ভোট পড়েছে।

নারী কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নারায়ণ চন্দ্র মণ্ডল বলেন, মোট ভোটার দুই হাজার ৬৮ জন। সকাল ৯টা ১০ মিনিট পর্যন্ত চার শতাংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এ কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীক নিয়ে মেয়রপ্রার্থী সেলিনা হায়াত আইভীর ভোট দেওয়ার কথা রয়েছে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত তিনি ভোটকেন্দ্রে আসেননি।

রোববার সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ। ১৯২টি কেন্দ্রে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম পদ্ধতিতে ভোট হচ্ছে।

এমআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতে ভোট দিতে গিয়ে হিটস্ট্রোকে ৫ জনের মৃত্যু
উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির ৯ নেতাকে শোকজ
উপজেলা পরিষদেও হচ্ছে ডামি নির্বাচন : রিজভী
উপজেলা ভোটে ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ন হবে : সিইসি
X
Fresh