• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

শাবিপ্রবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ

সিলেট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ জানুয়ারি ২০২২, ২০:০০
শাবিপ্রবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ১০
ছবি: আরটিভি নিউজ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেছা চৌধুরী ছাত্রী হলের প্রভোস্ট কমিটির পদত্যাগের দাবিসহ তিন দফা দাবি আদায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছেন, ছাত্রলীগের হামলা নয়। আন্দোলনকারী শিক্ষার্থীদের দুই গ্রুপে বিশৃঙ্খলা হয়েছে।

জানা গেছে, শাবিপ্রবির বেগম সিরাজুন্নেছা চৌধুরী ছাত্রী হলের প্রভোস্ট কমিটির পদত্যাগের দাবিতে গত বৃহস্পতিবার গভীর রাত থেকে আন্দোলনে নেমেছেন ওই হলের ছাত্রীরা। শুক্রবার (১৪ জানুয়ারি) বিকেলে প্রভোস্টের রুমে তালা ঝুলিয়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে শনিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার আল্টিমেটাম প্রদান করেন তারা।

এদিকে তাদের দাবি মানা না হলে আজ শনিবার সন্ধ্যায় শিক্ষার্থীরা আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণার কথা ছিল। সে লক্ষ্যে আজ সন্ধ্যায় বেগম সিরাজুন্নেছা চৌধুরী ছাত্রী হলের সামনে শিক্ষার্থীরা জড়ো হলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালান বলে আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আলমগীর আরটিভি নিউজকে বলেন, ছাত্রলীগের হামলার কোনো ঘটনা আসলে ঘটেনি। আন্দোলনরত শিক্ষার্থীদেরই দুই গ্রুপে বিশৃঙ্খলা তৈরি করেছে। আমরা তাদের দাবি পূরণের আশ্বাস প্রদান করেছি এবং এ স্থান থেকে চলে যেতে বলেছি।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থী বহিষ্কার
শিক্ষার্থীদের নিয়ে ফাহমিদা নবীর গানের অ্যালবাম 
যে কারণে ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা
হল না ছাড়ার ঘোষণা চুয়েট শিক্ষার্থীদের, অবরুদ্ধ উপাচার্য
X
Fresh