• ঢাকা বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
logo

ময়মনসিংহ বিভাগ থেকে ঢাকাগামী পরিবহন চলাচল বন্ধ

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ জানুয়ারি ২০২২, ১৯:১৮
ময়মনসিংহ বিভাগ থেকে ঢাকাগামী পরিবহন চলাচল বন্ধ
ফাইল ছবি

ময়মনসিংহ বিভাগ থেকে ঢাকাগামী সব ধরনের পরিবহন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছেন ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতি ও দ্য চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতারা।

শনিবার (১৫ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি শংকর সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে সিদ্ধান্ত অনুযায়ী রোববার (১৬ জানুয়ারি) ভোর ৬টা থেকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা থেকে ঢাকাগামী সব ধরনের পরিবহন বন্ধ থাকবে।

শংকর সাহা বলেন, গাজীপুরের সালনা থেকে টঙ্গী পর্যন্ত রাস্তার কাজ কাজ শেষ না হওয়া পর্যন্ত পরিবহন ধর্মঘট চলবে। তবে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনার আঞ্চলিক সড়কে সব ধরনের পরিবহন চালু থাকবে। এর আগে গত ২ জানুয়ারি সংবাদ সম্মেলন করে ঘোষণা দেওয়া হয়, গাজীপুরের সালনা থেকে টঙ্গী পর্যন্ত রাস্তার কাজ দ্রুত শেষ করা না হলে ১৬ জানুয়ারি থেকে সব ধরনের গণপরিবহন বন্ধ রাখা হবে।

পরিবহন ও শিল্প নেতাদের দাবি, ঠিকাদারের গাফিলতির কারণে বৃহত্তর ময়মনসিংহের লোকজন দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাচ্ছে। সড়কটি (গাজীপুরের সালনা থেকে টঙ্গী) চলাচলের উপযোগী নয়।

জিএম/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একাধিক পদে নৌ পরিবহন অধিদপ্তরে চাকরি
রোববার থেকে চট্টগ্রামে ৪৮ ঘণ্টা পরিবহন ধর্মঘটের ডাক
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ট্যুরিস্ট ভিসায় চলাচল বন্ধ
ওবায়দুল কাদেরের পদত্যাগ চাওয়ায় শাহবাগ থানায় জিডি
X
Fresh