Mir cement
logo
  • ঢাকা মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২, ৪ মাঘ ১৪২৮

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ জানুয়ারি ২০২২, ১৮:১৭
আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১৯:০৪
discover

তৈমূরের প্রধান নির্বাচনি এজেন্টের বাসায় পুলিশি তল্লাশি

তৈমূরের প্রধান নির্বাচনী এজেন্টের বাসায় পুলিশি তল্লাশি
এটিএম কামাল

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়রপ্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের প্রধান নির্বাচনি এজেন্ট এ টি এম কামালের বাসায় পুলিশি তল্লাশির অভিযোগ উঠেছে।

শনিবার (১৫ জানুয়ারি) বিকেলে সাংবাদিকদের কাছে এ টি এম কামাল এই দাবি করেন। তবে এ সময় বাসায় ছিলেন না তিনি।

এ টি এম কামালের ছেলে নাহিন মুজতবা বলেন, আজ শনিবার বিকেলে আমাদের বাসার নিচতলায় স্থাপন করা নির্বাচনি ক্যাম্পে এসেছিল ডিবি ও পুলিশের ১০ থেকে ১২ জন সদস্য। তারা এসে আমার বাবার অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করে চলে গেছে। বাসার সবাই এখন আতঙ্কিত।

এ টি এম কামাল বলেন, একটু আগে সংবাদ পেয়েছি আমার বাসায় পুলিশ তল্লাশি চালিয়েছে। নির্বাচনের আগের দিন এভাবে তল্লাশি চালানো নির্বাচন সুষ্ঠু হওয়ার পথে অন্তরায়। এর আগেও আমাদের একাধিক নেতাকর্মী ও সমর্থকদের আটক ও গ্রেপ্তার করেছে পুলিশ। তারই ধারাবাহিকতায় এবার আমার বাড়িতেও তল্লাশি চালিয়ে হয়রানি করা হচ্ছে।’

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হাওলাদার বলেন, এমন কোনো খবর আমাদের জানা নেই। আমাদের থানা থেকে এমন কোনো নির্দেশনা সদস্যদের দেওয়া হয়নি।

জিএম/টিআই

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS