• ঢাকা বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

অস্ত্র-গুলিসহ ৬ জলদস্যু আটক

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ জানুয়ারি ২০২২, ১০:৫৩
অস্ত্র-গুলিসহ ৬ জলদস্যু আটক
অস্ত্র-গুলিসহ ৬ জলদস্যু আটক

বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ ৬ জলদস্যুকে আটক করেছে র‍্যাব। এসময় তাদের কাছ থেকে তিনটি দেশীয় তৈরি বন্দুক ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার ( ১৪ জানুয়ারি) রাতে বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেল থেকে এসব অস্ত্রসহ আটক করা হয়।

আটককৃতরা হলেন, নেজাম উদ্দিন (২২), মো. সাকিল (২৪), মো. সাজ্জাদ (৩৫), মো. সুজন (২৪), মো. মানিক (৩২) ও ওমর ফারুক (২১)। এরা সকলেই মহেশখালী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

কক্সবাজার র‍্যাব-১৫ এর অধিনায়ক লেঃ কর্ণেল খাইরুল ইসলাম সরকার আরটিভি নিউজকে বলেন, গোয়েন্দা নজরদারির ভিত্তিতে বঙ্গোপসাগরের মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে মাছ ধরার ট্রলারে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল দস্যু। এ তথ্যের সূত্র ধরে ছদ্মবেশে র‍্যাবের একটি দল সাগরে অভিযানে যায়। এসময় একটি ট্রলার থেকে এসব অস্ত্র-গুলিসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র‍্যাব অধিনায়ক।

এমআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিরামপুরে গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু
বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়, আঘাত হানতে পারে চলতি মাসেই 
গলায় লিচুর বিচি আটকে আ.লীগ নেতার মৃত্যু
আরসার আস্তানায় র‍্যাবের অভিযান, অস্ত্র-গ্রেনেডসহ গ্রেপ্তার ২
X
Fresh