• ঢাকা বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

প্যারোলে মুক্তি পেয়ে ইউপি চেয়ারম্যানের শপথ

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ জানুয়ারি ২০২২, ১৯:১২
প্যারোলে মুক্তি পেয়ে ইউপি চেয়ারম্যানের শপথ
প্যারোলে মুক্তি পেয়ে ইউপি চেয়ারম্যানের শপথ

প্যারোলে মুক্তি পেয়ে শপথ নিলেন ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টু। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে পুলিশ পাহারায় শপথগ্রহণ শেষে তাকে পুনরায় কারাগারে নিয়ে যাওয়া হয়। এর আগে ২৩ ডিসেম্বর একটি হত্যা মামলায় আসামি হয়ে গ্রেপ্তার হন ভুট্টু।

ফেনী জেলা কারাগারের সুপার আনোয়ারুল করিম আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কারা হেফাজতে থাকা আসামি নুরুজ্জামান ভুট্টুকে আড়াই ঘণ্টার জন্য পুলিশ পাহারায় প্যারোলে মুক্তি দেওয়া হয়। তিনি দুপুর ২টা ১০ মিনিটে জেলা কারাগার থেকে মুক্তি পেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে চলে যান। সেখানে ইউপি চেয়ারম্যান পদে শপথ গ্রহণ করে ফের কারাগারে চলে আসেন। তিন ঘণ্টার জন্য মুক্তি পেলেও মাত্র এক ঘণ্টা পর কারাগারে ফিরে আসেন নুরুজ্জামান।

জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল-হাসান বলেন, বুধবার (১২ জানুয়ারি) বিকেলে পরশুরামের ইউপি চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করানো হয়। কিন্তু মির্জানগর ইউপি চেয়ারম্যান কারাগারে থাকায় তাকে শপথ পড়ানো যায়নি। বৃহস্পতিবার তিনি প্যারোলে মুক্তি নিয়ে আমার কার্যালয়ে এলে তাকে শপথ পড়ানো হয়।

গত ২৩ ডিসেম্বর পরশুরাম উত্তর বাজারে এক দোকান কর্মচারী নিহত হন। এ ঘটনায় নুরুজ্জামান ভুট্টুকে অভিযুক্ত করে পরশুরাম থানায় একটি মামলা করেন নিহত ব্যক্তির স্ত্রী ফিরোজা আক্তার। গত ৪ জানুয়ারি ঢাকার গাজীপুরের ঢঙ্গীর চেরাগআলী এলাকার একটি বাসা থেকে ভুট্টুকে গ্রেপ্তার করে র‌্যাব-৭। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায় পুলিশ।

এমআই/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চেয়ারম্যান প্রার্থীর মেয়ের গাড়ির ধাক্কায় শিশু নিহত
বে গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শামসুর রহমান মারা গেছেন
ঝালকাঠিতে উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে বেদম পিটুনি
নড়াইলে আচরণবিধি লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা
X
Fresh