• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

টাঙ্গাইল শহরে ঢুকতেই আবর্জনার ভাগাড়

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ জুন ২০১৭, ১৭:০৭

ময়লা-আবর্জনা ও অসহনীয় দুর্গন্ধ সহ্য করেই টাঙ্গাইল শহরে ঢুকতে হচ্ছে জেলাবাসিদের।

টাঙ্গাইলের জেলা শহরে ঢুকতেই চোখে পড়বে ময়লার বিশাল ভাগাড়। যেন আবর্জনার ভাগাড় অভ্যর্থনা জানাচ্ছে এখানে আগমনকারীদের। ফলে অসহনীয় দুর্গন্ধ সহ্য করেই শহরের ঢুকতে হয় তাদের।

এমন চরম ভোগান্তিতে অতিষ্ঠ টাঙ্গাইল-বাসী। তাদের অভিযোগ সড়কের পাশে দীর্ঘদিন ধরে ময়লা ফেলায় বিশাল এলাকা জুড়ে তৈরি হয়েছে এ ভাগাড়।

শহরের প্রবেশ পথে রাস্তার পাশে আবর্জনার স্তূপ জমে গেলেও তা অপসারণে উদ্যোগ নেই পৌর কর্তৃপক্ষের।

এছাড়া জমে থাকা ময়লা থেকে জীবাণু ছড়িয়ে পড়ায় বাড়ছে রোগ বালাই।

এসব আবর্জনা অপসারণে পৌরকর্তৃপক্ষকে বারবার তাগাদা দিয়েও কোন কাজ হয়নি।

তবে টাঙ্গাইল পৌরসভা মেয়র, জামিলুর রহমান মিরন রাস্তার পাশে উন্মুক্তভাবে আবর্জনা ফেলে রাখার পক্ষেই সাফাই গাইলেন। তার মতে, টাঙ্গাইল পৌরসভার গার্বেজ ডিস্পোজাল গ্রাউন্ড না থাকায় নিচু এলাকা গুলোকে ময়লা দিয়ে ভরাট করা হচ্ছে।

রাস্তার পাশে খোলা আকাশের নীচে ময়লা ফেলে না রেখে নির্দিষ্টস্থানে তা দ্রুত অপসারণে পৌর কর্তৃপক্ষের জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আরকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh