• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

ঘন কুয়াশায় শরীয়তপুরের দুই নৌরুটে ফেরি চলাচল বন্ধ

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ জানুয়ারি ২০২২, ০৯:০৮
ঘন কুয়াশায় শরীয়তপুরের দুই নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ফাইল ছবি

ঘন কুয়াশার কারণে শরীয়তপুরের নরসিংহপুর-চাঁদপুরের হরিণা ঘাট ও মঙ্গলমাঝির ঘাট-মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে তীব্র শীতে দুর্ভোগ পোহাচ্ছেন দীর্ঘ সময় নদীপাড়ে আটকে থাকা যাত্রী ও যানবাহনের চালকরা।

বুধবার (১২ জানুয়ারি) রাত থেকে নরসিংহপুর-হরিণা ঘাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে ট্রাকসহ শতাধিক যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়।

এদিকে ঘন কুয়াশার কারণে মঙ্গলমাঝির ঘাট-শিমুলিয়া নৌরুটে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ভোর থেকে ফেরি চলাচল বন্ধ।

বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক আব্দুল মোমেন আরটিভি নিউজকে জানান, ঘন কুয়াশার কারণে ফেরি চলাচলে সমস্যা হওয়ায় দুর্ঘটনা এড়াতে বুধবার (১২ জানুয়ারি) রাত থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে। বর্তমানে এই রুটে ছোট-বড় ৭টি ফেরি চলাচল করছে।

বিআইডব্লিউটিসির মঙ্গলমাঝির ঘাটের টার্মিনাল সুপারিনটেন্ডেন্ট মোস্তফা কামাল আরটিভি নিউজকে জানান, ঘন কুয়াশার কারণে ফেরির দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ভোর থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে। বর্তমানে এই রুটে ৫টি ফেরি চলাচল করছে।

জিএম/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মদনে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে কৃষকদের মানববন্ধন 
১৫৩ রোহিঙ্গার ভুয়া জন্ম নিবন্ধন, ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত
যেসব জেলায় মাধ্যমিক স্কুল-কলেজ বন্ধ থাকবে আজ
রাত ৮টার পর বন্ধ হচ্ছে শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান
X
Fresh