• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কুমিল্লায় অজ্ঞাত হত্যার রহস্য উদঘাটনে সেরা পুরস্কার পেলেন এসআই নাজমুল

কুমিল্লা উত্তর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ জানুয়ারি ২০২২, ২১:৪৭
কুমিল্লায় অজ্ঞাত হত্যার রহস্য উদঘাটনে সেরা পুরস্কার পেলেন এসআই নাজমুল

কুমিল্লায় অজ্ঞাত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে সেরা পুরস্কার পেলেন এসআই নাজমুল হাসান।

বুধবার বিকেলে কুমিল্লা পুলিশ লাইন্স মিলনায়তনে আয়োজিত সভায় এ পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ পিপিএম।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওই সভায় এসআই নাজমুল হাসানকে জেলার সেরা সাব ইন্সপেক্টর ঘোষণা করা হয়।

জানা যায়, কুমিল্লার দেবীদ্বার থানায় যোগদানের পর থেকে অপরাধ ও অজ্ঞাত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করে যাচ্ছেন এসআই নাজমুল হাসান। এ ছাড়া বিট পুলিশিং কার্যক্রম গতিশীল করাসহ মানবিক পুলিশ সেবা প্রদান করে তিনি এলাকায় প্রশংসিত হয়েছেন। এরই মাঝে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ১৪ নভেম্বর ২০২১ সালে দায়ের করা ফাহিমা আক্তার হত্যা মামলার তদন্ত ভার এসআই নাজমুল হাসানকে দেয়া হয়। দ্রুততম সময়ের মধ্যে ওই হত্যাকাণ্ডে জড়িত পাঁচ আসামিকে গ্রেপ্তার করেন এই পুলিশ কর্মকর্তা। এর মধ্যে চার আসামি হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি প্রদান করেন। দ্রুততম সময়ের মধ্যে আলোচিত এ মামলাসহ বেশকিছু অপরাধ সংগঠিত করার ঘটনার রহস্য উদঘাটন করে তিনি জেলার সেরা সাব-ইন্সপেক্টর এর পুরস্কার লাভ করেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গাদের কারণে কক্সবাজারে দীর্ঘস্থায়ী খাদ্যনিরাপত্তাহীনতা: এফএসআইএন
মেজর জেনারেল হোসাইন আল মোরশেদ এনএসআইয়ের নতুন ডিজি
পুরস্কার পাচ্ছেন কাঁধে করে ডাকাত তুলে আনা সেই এএসআই
ডাকাত ধরে কাঁধে করে নিয়ে এলেন এএসআই
X
Fresh