Mir cement
logo
  • ঢাকা মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২, ৪ মাঘ ১৪২৮

আরটিভি নিউজ

  ১২ জানুয়ারি ২০২২, ১৯:৩৫
আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ০৮:২৭
discover

আরও তিনজনের ওমিক্রন শনাক্ত

আরও তিনজনের ওমিক্রন শনাক্ত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে তিনজনের শরীরে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। জানা গেছে, তাদের মধ্যে দুজন ভারতীয় ও একজন বাংলাদেশি নাগরিক।

যবিপ্রবির জিনোম সেন্টারে বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক বুধবার (১২ জানুয়ারি) জিনোম সিকুয়েন্সের মাধ্যমে করোনার নতুন এ ধরন শনাক্ত করেন।

যবিপ্রবির জিনোম সেন্টার থেকে জানানো হয়, ভারতীয় দুই নাগরিকের মধ্যে একজন পুরুষ (৩০) ও একজন নারী (৪১)। তাদের মধ্যে করোনার তেমন কোনও উপসর্গ নেই। বাংলাদেশি যুবকের বয়স ২৫ বছর। যিনি স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন বলে গবেষক দলটি ধারণা করছে। তার তিনদিন ধরে ঠাণ্ডা, গলাব্যথা ছাড়া অন্য কোনও উপসর্গ নেই।

তিনজনের ওমিক্রন শনাক্তের বিষয়টি নিশ্চিত করে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, ওমিক্রন খুবই দ্রুত সংক্রমণশীল। এজন্য টিকা গ্রহণ, মাস্ক ব্যবহারসহ কঠোরভাবে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এসএস

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS