• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

হাটে আর দেখা মেলে না ভ্রাম্যমাণ নাপিতদের 

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ জানুয়ারি ২০২২, ১৫:৩২

সিরাজগঞ্জের গ্রামীন হাটগুলোতে আগের মতো আর দেখা যায় না ভ্রাম্যমাণ নাপিতের চুল কাটার দৃশ্য। যুগের পর যুগ আসে আর সেই যুগের সঙ্গে পরিবর্তন হয় মানুষের কাজের। আধুনিকতার সঙ্গে তালমিলিয়ে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আর তাই গ্রাম-গঞ্জের হাট-বাজারে দেখা যায় না টুলে কিংবা পিঁড়িতে বসে মাথা নিচু করে চুল-দাড়ি কাটাতে।

কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের নিমাই শীল আরটিভি নিউজকে বলেন, আমরাও একসময় হাট-বাজারে টুলে বসে চুল দাড়ি কাটার কাজ করতাম। কিন্তু এখন আর আগের মতো ক্রেতা না পাওয়ায় জামতৈল বাজারে দোকান ভাড়া নিয়ে কাজ করি।

গৌড়চন্দ্র শীল আরটিভি নিউজকে বলেন, আমি কিশোর বয়স থেকে কালিয়াকান্দাপাড়া হাটে চুল-দাড়ি কাটার কাজ করি। কিন্তু বর্তমানে হাটে এসে চুল-দাড়ি কাটার মতো ক্রেতা না থাকায় আমাদের মতো শীলরা আর হাটে বসে না।অনেকে জাত-পেশা ধরে রাখতে দোকান ভাড়া নিয়ে কাজ করছে আবার কেউবা বিদেশে পারি জমিয়েছে।

কালিয়া কান্দাপাড়া হাটের চাল ব্যবসায়ী মহাদেব শাহ আরটিভি নিউজকে বলেন, কালের বিবর্তনের সঙ্গে সঙ্গে গ্রাম-বাংলার ঐতিহ্য অনেকটা বিলুপ্তির পথে। এখন যেখানে-সেখানে দোকান, মার্কেট হওয়ায় হাটে এসে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার চাহিদার পাশাপাশি মানুষের উপস্থিতিও অনেকাংশে কমে গেছে।

জিএম/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেড় মাস বয়সী নাতিকে ডাক্তার দেখাতে গিয়ে প্রাণ গেল নানির 
‘পুষ্পা টু’র টাইটেল ট্র্যাক দিয়ে চমক দেখালেন আল্লু অর্জুন
অঞ্জন দত্তের সঙ্গে প্রথম দেখা চঞ্চলের
বাংলাদেশ-ভারত সিরিজ দেখা যাবে যেভাবে
X
Fresh