• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

কক্সবাজারে বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত ২

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ জানুয়ারি ২০২২, ১৪:৫৪
কক্সবাজারে বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত ২
ঘটনাস্থলের চিত্র

কক্সবাজারের চকরিয়া-ডুলহাজারা সড়কে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

বুধবার (১২ জানুয়ারি) দুপুরে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুর ১২টার দিকে উপজেলার পাগলিরবিল মহাসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

ওসি ওসমান আরও জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী মালবাহী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ডুলহাজারা পাগলিরবিল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বিদ্যুতের খুঁটিবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে দুজন নিহত হন। এ সংবাদ পেয়ে থানাসহ হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার তৎপরতা চালান। স্থানীয় লোকজনের সহায়তায় দুর্ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

জিএম/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিউনিসিয়ায় নিহত ৮ বাংলাদেশির লাশ ঢাকায় ফিরল  
পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসীর মৃত্যু, স্ত্রী-সন্তান আহত
রাজধানীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালক নিহত
হবিগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষ, একই পরিবারের ৪ জনসহ নিহত ৫
X
Fresh