Mir cement
logo
  • ঢাকা মঙ্গলবার, ২৫ জানুয়ারি ২০২২, ১১ মাঘ ১৪২৮

চট্টগ্রাম সংবাদদাতা, আরটিভি নিউজ

  ১২ জানুয়ারি ২০২২, ১৪:৪৩
আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১৬:১৩
discover

চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, মঞ্চ ভাঙচুর

চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, মঞ্চ ভাঙচুর 
ঘটনাস্থলের চিত্র। ছবি : প্রতিনিধি

বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ডাকা চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সমাবেশে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সমাবেশ মঞ্চ ভাঙচুর করে নেতাকর্মীরা। বুধবার (১২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে কর্ণফুলী থানার সিডিএ আবাসিক মাঠে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি এ সমাবেশ আয়োজন করে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ আরটিভি নিউজকে বলেন, আজ বুধবার সকাল থেকেই বিএনপির নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে থাকে। তবে অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ পরই তারা নিজেরাই সংঘর্ষে জড়ায়। গুরুতর তেমন কেউ আহত হয়নি। এখন সব স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য-সচিব আবুল হাশেম প্রমুখ।

জিএম/টিআই

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS