Mir cement
logo
  • ঢাকা রোববার, ২২ মে ২০২২, ৮ জ্যৈষ্ঠ ১৪২৯

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ জানুয়ারি ২০২২, ২৩:৫০
আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ০৮:৩৬

খাওয়ার খোটা দেওয়ায় মাকে চিঠি লিখে ছাত্রের আত্মহত্যা

গাছের ডালে ঝুলছিল ছাত্র, পকেটে মায়ের কাছে লেখা চিঠি
ফাইল ছবি

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়নে আমগাছের ডালে ফাঁস নিয়ে আত্মহত্যা করে তুষার মিয়া (১৫) নামে এক স্কুলছাত্র।

মঙ্গলবার (১১ জানুয়ারি) উপজেলার ওই ইউনিয়নের ধোপাজাঙ্গালিয়া গ্রামের মাস্টার বাড়ির সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে নিহত ব্যক্তির পকেট থেকে মাকে উদ্দেশ করে লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।

নিহত ব্যক্তি পাছার গ্রামের আব্দুল মান্নানের ছেলে তুষার মিয়া (১৫)। তিনি পাছার উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র ছিল।

গৌরীপুর থানার এসআই মো. সামছুল ইসলাম জানান, ধোপাজাঙ্গালিয়া গ্রামের মাস্টার বাড়ির সামনে আমগাছের ডালে দড়ির সঙ্গে ফাঁস নিয়ে ওই ছাত্র আত্মহত্যা করেছে। মৃত্যুর পর তার পকেট থেকে মাকে উদ্দেশ করে লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।

চিরকুটে তার মাকে উদ্দেশ্য করে লিখেছে, ‘মা, আমি তোমার আদরের অতি কষ্ট করে বড় করানো খারাপ ছেলে। মামার ছেলে অনেক টাকাপয়সা রোজগার করে দেওয়ায় তুমি আমাকে বলতা দেখ তোর ছোট তবু তার মা-বাবাকে কামাই করে খাওয়ায়, আর তুই ঘরে বসে বসে সবকিছু খাস আর খাস। অথচ দেখ আম্মা আজ আমি খবর কিছুই নিতে পারলাম না। মা-বাবা আমার বেশি বেশি খাওয়ার জন্য শুধু সংসারে অশান্তি লেগেই থাকতো, মা আল্লাই এই একটা পেট দিসে, না সাগর দিসে, খালি খাই আর খাই করে। আম্মা আমি বুঝতে পারছিলাম না যে আমার জীবন এত ভারি হবে। তুমি আল্লার কাছে বলছিলা না যে কত মানুষ গাছে গাছে উঠে কত জায়গায় যায়, আল্লাই কী এরে দেখে না।’

জিএম

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS