• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

এক জালে ৩০০ মণ মাছ

টেকনাফ (কক্সবাজার), আরটিভি নিউজ

  ১০ জানুয়ারি ২০২২, ২১:৪৮
এক জালে ৩০০ মণ মাছ
মাছ

কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ উপকূলের এক জালে আটকা পড়ছে ৬ লাখ টাকার বড়-ছোট প্রচুর মাছ। ওই জেলে পরিবারে বইছে খুশির আমেজ।

সোমবার (১০ জানুয়ারি) সকালে শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া সৈকতে শাহপরীর দ্বীপ মাঝের পাড়া এলাকার মো. কলিম উল্লাহর টানা জালে এসব মাছ ধরা পড়ে।

সরেজমিনে দেখা গেছে, উপকূলের জেলেদের টানা জালে ছোট পোয়া, ছোট ফাইস্যা, বড় ফাইস্যা, মলা, ছুরি, বাটা ইত্যাদি ছোট প্রজাতির ৩০০ মণ মাছ আটকা পড়েছে। জেলেরা মাছ তোলার সঙ্গে সঙ্গে ন্যায্যমূল্যে বিক্রি করছেন পাইকারি ক্রেতাদের কাছে। পাইকারি ক্রেতারা কিছু মাছ বাজারে তুললেও বাকিটা পাঠিয়ে দিয়েছেন শুটকি মহালে। এতে করে জালের মালিক ও জেলেসহ লাভবান হচ্ছেন মৎস্য সংশ্লিষ্ট উপকূলবাসী।

শাহপরীর দ্বীপ এলাকার জেলে মো. কলিম উল্লাহ আরটিভি নিউজকে বলেন, আমার এক জালে ৬ লাখ টাকার মাছ বিক্রি করেছি । গতকালও ৪ লাখ টাকার মাছ পেয়েছি। অন্যান্য বছরের চেয়ে হঠাৎ করে এ বছর জালে প্রচুর পরিমানে মাছ পেয়েছি। প্রতিদিন প্রচুর পরিমানে মাছ ধরা পড়ায় উপকূলের জেলেরা খুব আনন্দে দিন কাটাচ্ছে।

টেকনাফ সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন আরটিভি নিউজকে জানিয়েছেন, সাগরে মাছ শিকার বন্ধ রাখার ফসল হচ্ছে এটি।

এমআই /এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাছ কেটে জীবন চলে তাদের
গাজা উপকূলে অস্থায়ী বন্দর তৈরি করছে আমেরিকা
কুয়াকাটায় ৫০ মণ শাপলাপাতা মাছসহ ট্রলার জব্দ
রোহিঙ্গাদের কারণে কক্সবাজারে দীর্ঘস্থায়ী খাদ্যনিরাপত্তাহীনতা: এফএসআইএন
X
Fresh