• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ফার্নিচার কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ২

চট্টগ্রাম সংবাদদাতা, আরটিভি নিউজ

  ১০ জানুয়ারি ২০২২, ২০:৩৭
ফার্নিচারের কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ২
ফার্নিচারের কারখানায় আগুন নিয়ন্ত্রণ

চট্টগ্রামের পাহাড়তলী থানার কর্নেলহাটে ফার্নিচার তৈরির কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে।

সোমবার (১০ জানুয়ারি) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে পিটুপি নামক কারখানাটিতে আগুন লাগে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও জানা যায়, কারখানায় লাগা আগুনে দু'জনের মৃত্যু হয়েছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কন্টোল রুম থেকে জানানো হয়েছে, ফার্নিচারের কারখানাটিতে রঙ, স্পিরিট, তারপিন, কাঠসহ বিভিন্ন ধরনের দাহ্য বস্তু ছিল। যে কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে নিহত দুজনই কারখানার কর্মী। এর মধ্যে রনি (১৭) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। আরেকজনের পরিচয় জানার চেষ্টা চলছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নিউটন দাস আরটিভি নিউজকে বলেন, ফার্নিচারের কারখানার আগুন প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয়েছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের দশটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। কারখানাটিতে ৭০ জনের মতো শ্রমিক কাজ করতেন।

কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেই সম্পর্কে জানা যায়নি। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে।

এমআই /এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরমে ট্রেনের হাইড্রোলিক ব্রেকে আগুন, আহত ১০
চুয়েট বন্ধ ৯ মে পর্যন্ত, খোলা থাকবে হল
রাজধানীতে সৌদি দূতাবাসের ভেতরে আগুন
হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু
X
Fresh