• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

কারাভোগের পর নিজ দেশে ফিরলেন ভারতীয় দুই নারী

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ জানুয়ারি ২০২২, ১৯:২৯
কারাভোগের পর নিজ দেশে ফিরলেন ভারতীয় দুই নারী
ভারতীয় দুই নারী

চুয়াডাঙ্গায় প্রায় দেড় বছর কারাভোগের পর ভারতীয় দুই নারীকে দেশে পাঠানো হয়েছে।

সোমবার (১০ জানুয়ারি) বিকেল ৪টার দিকে দর্শনা চেকপোস্টে তাদের হস্তান্তর করা হয়।

দর্শনা জয়নগর চেকপোস্টের ইনচার্জ এস এম আব্দুল আলিম জানান, ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর জীবননগর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দুই নারীকে আটক করে বিজিবি। পরে তাদের জীবননগর থানায় হস্তান্তর করে মামলা দায়ের করে।

আটককৃতরা হলেন- ভারতের নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার কুলোপাড়া গ্রামের সামসুল মন্ডলের স্ত্রী গলে বিবি (৪৫) ও তার মেয়ে ছায়া খাতুন (২২)।

তিনি আরও জানান, আদালতে তাদের সাজা হলে জেলা কারাগারে রাখা হয়। পরে কারাভোগের পর আজ তাদের দর্শনা জয়নগর চেকপোস্ট দিয়ে নিজ দেশে পাঠানো হয়।

এমআই /এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করলেও বিএনপি করে না’
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৭ ডিগ্রি 
মেসিদের সিনেমা এখন বাংলাদেশে!
মৃত্যুর দু’বছর পর দেশে ফিরছে ২ প্রবাসীর মরদেহ
X
Fresh