• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

৫ লাখ ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ জানুয়ারি ২০২২, ১০:৩৯
৫ লাখ ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক
আটককৃত ব্যক্তি

কক্সবাজারের উখিয়া উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে র‍্যাব।

সোমবার (১০ জানুয়ারি) সকালে র‍্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) এএসপি আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (৯ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার বালুখালীতে এ ঘটনা ঘটে।

আটককৃত ব্যক্তি বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি/৭৪-এর মো. আমিনের ছেলে সৈয়দুল আমিন (২৩)।

র‍্যাব জানায়, রোববার (৯ জানুয়ারি) রাতে ইয়াবার একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করে তা রোহিঙ্গা ক্যাম্পে ঢুকবে এমন সংবাদে বালুখালী ব্রিজ এলাকায় অবস্থান নেয় র‍্যাব। এ সময় ওই ব্যক্তিকে বস্তা নিয়ে ব্রিজের নিচ দিয়ে পার হতে দেখে থামতে বলে র‍্যাব। তখন তারা বস্তা ফেলে দৌড় দেয়। পরে ধাওয়া দিয়ে একজনকে আটক ও বস্তাগুলো জব্দ করা হয়। বস্তায় ৫ লাখ ইয়াবা পাওয়া যায়। এ সময় একটি ইজিবাইকও জব্দ করে র‍্যাব।

র‍্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) এএসপি আবু সালাম চৌধুরী জানান, আটককৃত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা পাচারের সঙ্গে তিনিসহ আরও একটি গ্রুপ সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন।

তিনি আরও জানান, আটককৃত রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে মামলা দায়েরের পর উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

জিএম/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গাদের কারণে কক্সবাজারে দীর্ঘস্থায়ী খাদ্যনিরাপত্তাহীনতা: এফএসআইএন
রোহিঙ্গাদের ভোটার তালিকা চান হাইকোর্ট
সংসদ সদস্যের গাড়িতে হামলা, যুবক আটক
ভাসানচরে রোহিঙ্গা নাগরিককে গলা কেটে হত্যা
X
Fresh