• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মাদারীপুরে নির্বাচনী সহিংসতায় আহত ১০

মাদারীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ জানুয়ারি ২০২২, ০৮:৩১
মাদারীপুরে নির্বাচনী সহিংসতায় আহত ১০
ফাইল ছবি

মাদারীপুর সদর উপজেলার ৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘটমাঝি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে হামলায় প্রায় ১০ জন আহত হয়েছেন।

রোববার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার করদী এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘটমাঝি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছেন খলিল দর্জি এবং বাবুল আখতার। রোববার (৯ জানুয়ারি) রাতে খলিল দর্জি সমর্থকরা ইউনিয়নের করদী এলাকায় প্রচার প্রচারণা করছিল। পরে প্রতিপক্ষ বাবুল আখতারের লোকজন দলবদ্ধ হয়ে খলিল দর্জির সমর্থকদের ওপর হামলা চালায়। এ সময় হামলায় সদর উপজেলার করদী গ্রামের রব ভুঁইয়ার ছেলে ইকবাল ভুঁইয়া, হারুন ভুঁইয়ার ছেলে জলিল ভুঁইয়া এবং শাজাহান ভুঁইয়ার ছেলে নুর আলম ভুঁইয়াসহ প্রায় ১০ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. সালাউদ্দিন আহম্মেদ জানান, এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত-পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিতাসের এমডির বাসার সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
গোপালগঞ্জে বোমা হামলায় বাবা-ছেলে আহত
এফডিসিতে মারামারি, বেশ কয়েকজন সাংবাদিক আহত
কুমিল্লায় বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
X
Fresh