• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

চলন্ত ট্রলিতে উঠতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ জানুয়ারি ২০২২, ১৮:৪৮
চলন্ত ট্রলিতে উঠতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু
ফাইল ছবি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় চলন্ত ট্রলিতে উঠতে গিয়ে এক স্কুলছাত্র মৃত্যু হয়েছে।

রোববার (৯ জানুয়ারি) দুপুরে দিকে উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদ্বীশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি জগদ্বীশপুর গ্রামের মশাহিদ মিয়ার ছেলে মোজ্জামেল হক (১১)। তিনি জগদ্বীশপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, রোববার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলার জগদ্বীশপুর-নোয়াপাড়া সড়কের জগদ্বীশপুর এলাকায় চলন্ত একটি ট্রলির (ট্রাক্টর) পিছনে উঠতে গিয়ে পা পিছলে ট্রলির চাকার সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলে স্কুলছাত্র মোজ্জামেল মারা যায়।

জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, ট্রলি চালক মোজ্জামেলের আপন খালাত ভাই। দুর্ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবার কাছে হস্তান্তর করা হয়েছে।

জিএম/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রের আত্মহত্যা  
স্বামীর মৃত্যুর পর নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন বিদ্যা
যুক্তরাষ্ট্রের প্রভাব থাকলে মৃত্যু হতে পারে ইউরোপের : ম্যাক্রোঁ
মেয়েকে ধর্ষণে বাবার মৃত্যুদণ্ড
X
Fresh