• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বেড়েছে তাপমাত্রা, হতে পারে বৃষ্টি

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ জানুয়ারি ২০২২, ০৮:৪৭
বেড়েছে তাপমাত্রা, হতে পারে বৃষ্টি
বেড়েছে তাপমাত্রা

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় গত চারদিন থেকে কিছুটা তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। তবে ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারদিক। হেডলাইট জ্বালিয়ে চলছে সব ধরনের যানবাহন। কষ্টে আছে নিম্ন আয়ের মানুষ।

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন আরটিভি নিউজকে জানিয়েছেন, রোববার (৯ জানুয়ারি) দিনাজপুরে ভোর ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৫ শতাংশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩-৪ কি.মি.। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি ঘণ্টায় ৬ থেকে ৮ কিলোমিটার পযর্ন্ত উন্নীত হতে পারে।

তিনি আরও জানিয়েছেন, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের একেবারে শেষের দিকে (১২ জানুয়ারি বা এর আশেপাশে) দেশের কিছু কিছু স্থানে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর তাপমাত্রা কমতে পারে। সেইসঙ্গে নতুন করে ১টি শৈত্যপ্রবাহ আনুমানিক ১৪ বা ১৫ জানুয়ারি থেকে দেশের বিভিন্ন স্থানে বিরাজ করতে পারে।

এমআই/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উত্তপ্ত রাজশাহী, সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়াল
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৭ ডিগ্রি 
চলতি মাসে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই
ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ 
X
Fresh